বিজ্ঞাপন

কোনোভাবেই হারতে চান না রামোস

December 20, 2017 | 5:44 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

শুরু হয়ে গেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের কথার যুদ্ধ। লা লিগার শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা বার্সার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে মাঠে নামবে রিয়াল। আর এই ম্যাচে কোনোভাবেই হারা যাবে না বলে সতীর্থদের জানিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী শনিবার অনুষ্ঠিত হবে এল ক্লাসিকোর মহারণ। রিয়ালের ঘরের মাঠে আতিথ্য নেওয়ার আগে দুর্দান্ত ফর্মে বার্সা। স্প্যানিশ লিগের ১৬ ম্যাচে মেসি-সুয়ারেজদের সংগ্রহ সর্বোচ্চ ৪২ পয়েন্ট। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। আর এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩১। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে রোনালদো-বেল-রামোসদের ক্লাবটি।

এল ক্লাসিকোতে হারলে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে পড়বে রিয়াল। বার্সার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে যাবে ক্লাবটি। সেটা জেনেই ক্লাবের অধিনায়ক রামোস জানান, ‘আমি জানি এটা দুর্দান্ত এক ম্যাচ হবে। ক্লাসিকোকে বর্ণনা করার মতো ভাষা নেই। এটা পুরো ভিন্ন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। পরিস্থিতির বিবেচনায় এবং লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে যেকোনো সময়ের চেয়ে এবার আমাদের এই ম্যাচ জেতাটা খুবই দরকার।’

বিজ্ঞাপন

সম্প্রতি রোনালদোর গোলে গ্রেমিওকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে রিয়াল। দারুণ ছন্দে থাকা বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে নামার আগে দল পুরোপুরি আত্মবিশ্বাসী বলে মনে করেন রামোস, ‘আমরা খেলতে মুখিয়ে আছি। এই সপ্তাহে আমরা কঠোর পরিশ্রম করছি। আশা করি, আমরা ৩ পয়েন্টই পাবো যা আমাদের উপরের দলগুলোর কাছাকাছি রাখবে।’

সারাবাংলা/এমআরপি/২০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন