বিজ্ঞাপন

এখনই প্রাথমিকের পাঠদান শুরু হচ্ছে না: উপদেষ্টা

August 12, 2024 | 2:00 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এখনি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, একটা বিশেষ মুহূর্তে সরকার গঠিত হয়েছে। সার্বিক অস্থিরতা না কমলে শিশুদের স্কুলে পাঠাতে আগ্রহী হবেন না অভিভাবকরা। আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করব।

সোমবার (১২ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথম কর্মদিবসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কাজটা বুঝব, এরপর কাজ শুরু করব। কর্মকৌশল ঠিক করে সবার সহযোগিতা নিয়ে কাজ করব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, বাচ্চাদের শিক্ষাটা ব্যক্তির জীবন গড়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা তার লক্ষ্য। শিক্ষার্থীরা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য তারা সহযোগিতা করবেন।

এরআগে, রোববার (১১ আগস্ট) অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন