বিজ্ঞাপন

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

June 3, 2018 | 8:04 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে হারের সেই অস্বস্তিকে সঙ্গী করেই বাংলাদেশ পা রেখেছে মূল সিরিজে। রশিদ খান-মুজিব উর রহমানদের মতো স্পিন তারকাদের ছাড়াই আফগানদের কাছে যেভাবে হেরেছে, তাতে প্রথম ম্যাচ থেকেই চাপে সাকিবরা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রস্তুতি ম্যাচে হারের চাপ সামলে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা আফগানদের প্রথম ম্যাচে হারানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে ৮ উইকেটের বিশাল পরাজয়ের পর ভারতের দেরাদুনে রোববার (৩ জুন) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ভারতের ২১তম টি-টোয়েন্টি ভেন্যু হিসেবে আন্তর্জাতিক অভিষেক হলো দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

টি-টোয়েন্টিতে আফগানদের স্পিন আক্রমণ যতটা দুর্দান্ত, বাংলাদেশের ব্যাটিং ততটাই শক্তির জায়গা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিবদের নিয়ে গড়া ব্যাটিং অর্ডারের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে সামান্য ঘাস আছে, উইকেটও বেশ স্লো। ম্যাচটির উইকেট যে স্পিনবান্ধব হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ২০১৪ সালের সেই ম্যাচে আফগানদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এখন অবশ্য পরিস্থিতি পাল্টেছে।

সিরিজের বাকি ম্যাচ দুটো ৫ ও ৭ জুন। বরাবরের মতোই এবারো বাংলাদেশের খেলা সরাসরি দর্শকের কাছে পৌঁছে দেবে অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল। এই প্রথমবারের মতো র‌্যাবিটহোল তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rabbitholebd.com এর মাধ্যমে সরাসরি ম্যাচগুলো দেখাবে কোনো সাবস্ক্রিপসন চার্জ ছাড়াই, একেবারে বিনা মূল্যে! শুধু এই সিরিজটিই নয়, এরপর থেকে বাংলাদেশ দলের সব ম্যাচই দেখা যাবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট ছাড়াও ম্যাচগুলো সরাসরি দেখা যাবে র‌্যাবিটহোল অ্যাপ এবং জিটিভিতে। খেলার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করবে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা.নেট।

বাংলাদেশের খেলা দেখার জন্য ওয়েবসাইটটি ভিজিট করুন:
https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন