বিজ্ঞাপন

ক্লাব কেনার আরও কাছে রোনালডো

June 3, 2018 | 8:21 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০০৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হারের পর ব্রাজিল দল থেকে হারিয়ে যান রোনালডো। অনেক চেষ্টা করেছিলেন জাতীয় দলের জার্সি গায়ে অপ্রতিরোধ্য হয়ে ফেরার। কিন্তু ফিটনেস, ইনজুরি সব মিলিয়ে সবুজ মাঠে জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারেননি তিনি।

উত্তর আমেরিকা সকার লিগের (এনএএসএল) দল এফএল স্ট্রাইকার্সের অন্যতম মালিক ব্রাজিলের রোনালডো। ফ্লোরিডা ভিত্তিক এই দলটি এনএসএলে নিয়মিতই খেলছে। তবে, ব্রাজিল আইকনের দৃষ্টি এখানেই থেমে নেই। চাইছেন আরও বড় কোনো ক্লাব কেনার। ইংল্যান্ড কিংবা স্পেনের দ্বিতীয় সারির কোনো ক্লাব কিনতে চান দ্য ফেনোমেনন।

গত দুই মাস আগে ফ্লোরিডার ক্লাব আর তার ভবিষ্যত পরিকল্পনা জানাতে গিয়ে রোনালডো বলেছিলেন, ‘আকাশ আমাদের শেষ সীমানা। দিন দিন বড় হচ্ছে আমাদের ক্লাব। আগামীতে মেসি ও রোনালদোর মতো ফুটবলারকেও হয়তো আপনারা আমার ক্লাবে দেখতে পাবেন। আমি চিন্তা করে রেখেছি দ্বিতীয় বিভাগের কোনো ক্লাব চালাবো। সেটা স্পেনের হতে পারে আবার ইংল্যান্ডেরও হতে পারে। আমি অভিনব কিছু করতে চাই। আমার বিশ্বাস আমি এমন কিছুতে সফল হওয়ার জন্য প্রস্তুত।’

বিজ্ঞাপন

অবশেষে সেই পথেই হাঁটছেন রোনালডো। স্পেনের লা লিগায় ২০১৩-১৪ মৌসুমে খেলা রিয়াল ভালাদোলিদ ক্লাবটি কেনার খুব কাছে ব্রাজিলের এই কিংবদন্তি। ব্রাজিলের গণমাধ্যমগুলো জানায়, ভালাদোলিদের ভাইস প্রেসিডেন্ট হোসে মোরোর সঙ্গে দেখা করেছেন রোনালডো। ক্লাবটির প্রেসিডেন্ট কার্লোস সুয়ারেজের সঙ্গে বাকি কথা বলবেন তিনি। ক্লাবটি বিক্রির সম্ভাব্য দাম ধরা হয়েছে ২৬ মিলিয়ন পাউন্ড।

উল্লেখ্য, ভালাদোলিদ ক্লাবটি এই মুহূর্তে সেগুদা ডিভিশনে খেলছে। টুর্নামেন্টের ষষ্ঠ স্থানে রয়েছে ক্লাবটি।

৪১ বছর বয়সী রোনালডো ব্রাজিলের জার্সিতে খেলেছেন ৯৮ ম্যাচ, গোল করেছেন ৬২টি। ক্লাব ক্যারিয়ারে ৫০০’র ওপরে ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারের মধ্যগগনে খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে। ইন্টার মিলান আর এসি মিলানের জার্সিতেও মাঠ মাতিয়েছেন রোনালডো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন