বিজ্ঞাপন

দর্শকপ্রিয়তা পেয়েছে শফিকুর রহমান শান্তনু’র ২ ধারাবাহিক

August 14, 2024 | 4:12 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঢাকা: শফিকুর রহমান শান্তনু সময়ের ব্যস্ত নাট্যকার। এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নাটকের রচয়িতা শান্তনু’র শুরুটা ছিল ২০০৭ এ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে। নাটক রচনার পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে নাটক রচনা বিষয়ে পাঠদানও করেন তিনি।

বিজ্ঞাপন

তার রচনায় এনটিভির ধারাবাহিক ‘ঘরের শত্রু বিভীষণ’ সম্প্রতি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনূর রশীদ, মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, শাহেদ আলী, রিমি করিম, মিলন ভট্টাচার্যসহ অনেকে। এটি প্রতি রবি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে প্রচার হয়।

এদিকে শুরু হচ্ছে তারই আরেকটি নতুন ধারাবাহিক ‘নীল ঘূর্ণি’। সৈয়দ শাকিলের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, ফারুক আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তাসহ অনেকে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে।

নাটক দু’টি সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘ঘরের শত্রু বিভীষণ পারিবারিক-সামাজিক নাটক। অন্যদিকে নীল ঘূর্ণি থ্রিলার ঘরানার গল্প। দর্শকের হাতে এখন অনেক অপশন। তাই গল্পের মাধ্যমে দর্শককে ধরে রাখা বড় চ্যালেঞ্জ। সেটা মাথায় রেখেই সবসময় চেয়েছি ভিন্ন গল্পের স্বাদ দিতে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন