বিজ্ঞাপন

যে কারণে দর্শকশূন্য মাঠে হবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

August 14, 2024 | 7:47 pm

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মাঝে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ দল। সিরির শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, করাচিতে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দর্শকশূন্য মাঠে!

বিজ্ঞাপন

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? পিসিবি এক বার্তায় জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখেই স্টেডিয়ামগুলোতে চলছে সংস্কার কাজ। করাচি স্টেডিয়ামেও এই কাজ পুরদমে শুরু হবে। আর তাই মাঠের গ্যালারিতে থাকতে পারবেন না কোন দর্শক।

পিসিবি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা, ‘ক্রিকেটে দর্শকদের আগ্রহের ব্যাপারে আমরা অবগত। তারাই আমাদের প্রেরণা জোগান। কিন্তু সবচেয়ে নিরাপদ হচ্ছে সংস্কার কাজ চলার সময় মাঠে দর্শক ঢুকতে না দেওয়া। এজন্যই আমরা করাচিতে দর্শকশূন্য ম্যাচ আয়োজন করব।’

পিসিবি আরও জানিয়েছে, যারা অনলাইনে টিকেট কেটে ফেলেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে, ‘দ্বিতীয় টেস্টের টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে। যারা এরই মাঝে কেটে ফেলেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।’

বিজ্ঞাপন

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে ২য় ম্যাচ শুরু হবে ৩০ আগস্ট।

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন