বিজ্ঞাপন

পাকিস্তানে রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ ‘এ’ দল

August 14, 2024 | 9:31 pm

স্পোর্টস করেসপেন্ডেন্ট

পাকিস্তান শাহিন নামে খেলা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বাজে ব্যাটিং করা বাংলাদেশ ‘এ’ দলের বোলিংটাও ভালো হলো না। আজ সারাদিনে প্রতিপক্ষের মাত্র ৪টা উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। অপর দিকে স্বাগতিকরা তুলৈছে ৩৬৭ রান। সেঞ্চুরি করেছেন উমর আমিন।

বিজ্ঞাপন

যাতে ম্যাচের দুই দিন শেষ হতেই ২৪৫ রানে এগিয়ে গেছে পাকিস্তান শাহিন। স্বাগতিকদের হাতে এখনো ৬ উইকেট বলে লিড আরও বাড়বে নিশ্চয়।

ইসলামাবাদে গতকাল মাত্র ১২২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে বোলিংয়ের শুরুটা সফরকারীদের বেশ ভালোই হয়েছিল। বিনা উইকেটে ২ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করা পাকিস্তানের বিপক্ষে উইকেট পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তরুণ পেসার তানজিম হাসানের বলে ওপনার সাইম আইয়ুব ফিরেন ১১ রান করে।

তবে এরপর উইকেট পেতে সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়েন মোহাম্মদ হুরাইরা ও উমর আমিন। মধ্যাহ্নবিরতির পর এই জুটি ভেঙেছেন অফ স্পিনার নাঈম হাসান। ৩৯ রান করে ফিরেছেন হুরাইরা। তবে তাতে একটুও বেগ পেতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সৌদ শাকিলের সঙ্গে ১৯৫ রানের জুটি গড়েন উমর।

বিজ্ঞাপন

এর মধ্যে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি পূর্ণ করেন উমর। শেষ পর্যন্ত হাসান মুরাদের স্পিনে ফিরেছেন ২১১ বল খেলে ১৭৭ রানে। চার মেরেছেন ২৩টি, ছক্কা ৩টি। শাকিলও ফিরেছেন মুরাদের স্পিনে। ফেরার আগে ১৩২ বলে করেছেন ৭৬ রান। দিন শেষে কামরান গুলাম ২০ ও সাদ খান ৩১ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন