বিজ্ঞাপন

শেখ হাসিনার বিচারের দাবিতে শহিদ মিনারে ছাত্রদলের অবস্থান

August 15, 2024 | 2:51 pm

ঢাবি করেসপন্ডেন্ট

ঢাবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা এগারোটার পর থেকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে শহিদ মিনারের পাদদেশে অবস্থান নেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে বিএনপি ও বাংলাদেশের পতাকা দেখা যায়। তারা বলছেন, আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে থাকবে ছাত্রদলের নেতাকর্মীরা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করেন তারা। পরে, কোটা সংস্কার এবং শেখ হাসিনার পদত্যাগের একদফা আন্দোলনে নিহতদের স্মরণে একমিনিটি নীরবতা পালন করে সংগঠনটি।

ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আজ আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা ঠেকিয়ে দিতে আমরা শহিদ মিনারে অবস্থান করছি। ছাত্র-জনতার অর্জন কেউ যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ছাত্রদল মাঠে অবস্থান ধরে রাখবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন