বিজ্ঞাপন

দেয়ালে দেয়ালে গ্রাফিতি

August 16, 2024 | 8:35 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ মানুষের মনে স্মরণীয় করে রাখতে খুলনায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। সরেজমিনে নগরীর শিববাড়ী মোড়, কেডিএ অ্যাভিনিউসহ বিভিন্ন এলাকায় দেয়াল ও সড়কের পিলারে গ্রাফিতি দেখা যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আন্দোলেনের স্লোগানের পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে তারা বিভিন্ন ক্যাপশান গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন নানা বার্তা। আন্দোলনের সময় গুলির সামনে বুক পেতে দেওয়া আবু সাইদ, আলোচিত নানা স্লোগান, গুলিবিদ্ধ ছাত্রের মর্মস্পর্শী কথা আর স্মৃতি ফুটে উঠেছে দেয়াল গুলোতে। দেয়ালে দেয়ালে লেখা রয়েছে নানা স্লোগান।

‘আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে’, ‘লাথিমার ভাংরেতালা বন্দিশালার জুলুমের কারাগার’, ‘রক্তে অর্জিত বাংলাদেশ’, ‘মুক্ত বাংলা চাই’, স্বাধীন হয়েছি সময় এখন সভ্য হওয়ার’, ‘কেউ ইতিহাস পড়ে (১৯৭১), কেউ ইতিহাস গড়ে (২০২৪)’, ‘এই দ্বীন আমার, এই জমিন আমার,’ ‘ওদেরকে মারলি কেন’, ‘স্বাধীনতা এনেছি সংস্কার ও আনবো’, ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, ‘পানি লাগবে পানি’।

বিজ্ঞাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল বলেন, ‘ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ। এদেশে কোন অন্যায়কে সহ্য করা হবেনা। এটার বিরুদ্ধে আমরা প্রত্যেকবার যেভাবে প্রতিবাদ করে এসেছি। আমরা প্রতিবাদ করে যাবো। ’

নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘দেশটা আমাদের সবার। এ দেশের প্রতিটি স্থাপনা রক্ষা ও এসবের সৌন্দর্য রক্ষার দায়িত্বও আমাদের। আমরা শিক্ষার্থীরা খুলনা নগরীর দেয়ালগুলোকে রঙিন করে সাজাতে চাই। তাই শিক্ষার্থীরা এখন পর্যন্ত খুলনায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে চলেছে।’

বিজ্ঞাপন

খুলনা মহানগরীর বয়রা এলাকার বাসিন্দা হোসাইন আহম্মেদ বলেন, ‘আগে দেয়ালে অনেক আজেবাজে কথা লেখা ছিল। সেগুলো পরিষ্কার করে শহরের বিভিন্ন দেয়ালে ছাত্র আন্দোলনের ছবি আঁকছে শিক্ষার্থীরা। তারা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছে।’

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন