বিজ্ঞাপন

ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আদিলুর রহমান খান

August 16, 2024 | 8:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মুন্সীগঞ্জ: অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টাবিশিষ্ট মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান বলেছেন, ‘আড়িয়াল বিলের ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আড়িয়াল বিল এলাকায় যাতে অবৈধ ভূমিদস্যুরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘরে তার পৈতৃক বাড়িতে যান আদিলুর রহমান খান। এসময় তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।

এ সময় সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ যেন ভালো থাকে, আপনারা সবাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সুন্দর-সুশৃঙ্খল, গৌরবোজ্জ্বল সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররেফ হোসেন, মুন্সিগঞ্জ জেল নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মুহিতুল ইসলাম, শ্রীনগর থানার ওসি তায়াবির আহমেদ, বিশিষ্ট মানবাধিকার কর্মী তাসকিন ফারহানা, মাকসুদ আহমেদ, কাজী মুহিত ও শ্রীনগর উপজেলা উপ-প্রকৌশলী শরিফুল ইসলাম ও সাংবাদিক শফিকুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন