বিজ্ঞাপন

পাকিস্তানে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল

August 16, 2024 | 9:34 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশজনক পারফরম্যান্সের পর পাকিস্তানে চার দিনের ম্যাচে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহিন নামে খেলা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ব্যাটিংটাই বেশি ভুগিয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

ইসলামাবাদে ম্যাচের তৃতীয় দিনটা গেছে বৃষ্টিতে ভেসে। এর আগে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১২২ রানেই। উমর আমিনের ১৭৭ রানের কল্যাণে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান ‘এ’ দল। ২৪৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ ৫ উইকেটে ১৫৩ রান তোলার পর ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় ইনিংসে অন্যদের ব্যর্থতার দিনে বলার মতো ব্যাটিং করতে পেরেছেন কেবল নাঈম হাসান।

দ্বিতীয় ইনিংসে দলীয় ৪ রানের মাথায় ওপেনার এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। সেখান থেকে চা বিরতি পর্যন্ত বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। কিন্তু চা বিরতির পর দ্রুত ৩ উইকেট হারিয়ে ৪ উইকেটে ৭৭ রান হয়ে পরে সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৬৯ বল খেলে ১১টি চারে ৫৫ রান করেছেন। ৩৩ রান করেছেন জাকির হাসান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি মাহমুদুল হাসান জয়ও।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন