বিজ্ঞাপন

সাবেক এমপি জারার বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ

August 17, 2024 | 4:58 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

চাঁপাইনবাবগঞ্জ: সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব ও তার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটের অভিযোগ করেছেন মৎস্যজীবীরা।

বিজ্ঞাপন

শনিবার (১৭ আগস্ট) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কমিরাদহ বিলে ৫০০ মৎস্যজীবী পরিবারের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মো. আলফাজ উদ্দিন। এসময় তিনি বলেন, ‘নিয়মমাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও সাবেক এমপি জারা জাবীন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর নিকট কাছ থেকে কুমিরাদহ বিল ইজারা নেয়। কিন্তু এমপি জারা তার লোকজনের মাধ্যমে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিজে উপস্থিত থেকে বিলে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে।’

বিজ্ঞাপন

মৎস্যজীবীরা আরও বলেন, ‘একাধিক মিথ্যা মামলা দিয়ে জেলেদের হয়রানি করছে সাবেক এমপি জারা। এ নিয়ে প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা আড়াই কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এমনি বিভিন্ন হুমকি-ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছে মৎস্যজীবীরা।’

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ছাত্র আন্দোলনকে কটাক্ষ করা ডিসির অপসারণ দাবি শিক্ষার্থীদেরছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী রিয়াজ মারা গেছেনবৈষম্যবিরোধী আন্দোলনের নামে চাঁদাবাজি করলে থানায় দেওয়ার আহ্বানখুবির প্রধান ফটকের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ ঘোষণানারী চিকিৎসককে ধর্ষণ-খুন: ভারতে কর্মবিরতির ডাক চিকিৎসকদেরসুনামগঞ্জে বৈষ্যমবিরোধী ২ গ্রুপের আলাদা কর্মসূচি পালনশুল্ক জটিলতা দূর করার আহ্বান ইস্পাত শিল্প উদ্যোক্তাদের‘৯০ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে’শেখ হাসিনার বিচার বিশ্ব আদালতে হবে: মিনুমাঙ্কিপক্স সংক্রমণের শঙ্কা, শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি সব খবর...
বিজ্ঞাপন