বিজ্ঞাপন

৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে: ফাওজুল কবির

August 18, 2024 | 5:50 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ‘ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। আর এ জন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

৭১’র মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই মাসে ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যেকোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।’

সভায় উপদেষ্টা গুণগত মান বজায় রেখে সব কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন এবং একই সঙ্গে টেন্ডারিংয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন।

মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সোনার দামে ফের রেকর্ড, ভরি এখন ১ লাখ ২৩ হাজার টাকাজ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ক্ষমতা হারালো মন্ত্রণালয়সাবেক ভূমিমন্ত্রী-ডিএমপি কমিশনার ও হারুনের বিরুদ্ধে তদন্তে দুদকবৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত সেনাবাহিনীপ্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধনভিসি-প্রোভিসির পদত্যাগের দাবিতে রাবিপ্রবির সব কার্যক্রম বন্ধস্বাস্থ্য খাতের উন্নয়নে ৮ দফা দাবি, পেশ করা হবে স্বাস্থ্যনীতিওবৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৪৪ পুলিশের তালিকা প্রকাশবৃষ্টিতে ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক স্বাভাবিক হবে সকালে৭৩ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি সব খবর...
বিজ্ঞাপন