বিজ্ঞাপন

কোনো দলীয়করণ চলবে না: সমাজকল্যাণ উপদেষ্টা

August 18, 2024 | 7:26 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ বলেছেন, কোনো দলীয়করণ চলবে না। কোনো দলের জন্য কাজ করতে আসিনি। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। ভালো কাজ করতে হলে নৈতিক জায়গায় আরও মনোযোগী হতে হবে উল্লেখ করে নিয়মানুবর্তিতা বাহিরে কেউ যাবেন না বলে হুঁশিয়ারি করেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে সামজসেবা কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শারমীন এস মুরর্শেদ বলেন, ‘দুর্নীতিমুক্ত জায়গা তৈরি করতে চাই। উচ্ছৃঙ্খলতার শৃঙ্খল ভাঙতে হবে।’ তিনি বলেন, ‘সার্বিক উন্নয়নরে জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরি। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আপনাদের কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কী করছেন, কী ভাবছেন কর্মক্ষেত্রকে নিয়ে। সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই।

বিজ্ঞাপন

বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণ নিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, ‘লোকবল নিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া পরিহার করে সুষ্ঠভাবে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করতে হবে। একই দফতরে কাউকে দীর্ঘদিন রাখলে কাজের প্রতি অনিহা জন্মায়। সেক্ষেত্রে বিধিমতে ব্যবস্তা নিতে হবে। শুধু মন্ত্রণালয় বা দফতরের কথা ভাবলে হবে না, দেশের কথা ভাবতে হবে। পাশাপাশি শুধু নিজের কথা নয় মন্ত্রণালয়ের কথাও ভাবতে হবে কাজ করতে হবে।’

উপদেষ্টা শারমীন এস মুরর্শেদ বলেন, ‘মেধার ভিত্তিতে হবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মেধাকে আমরা পুঁজি করব। সবাই মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইজিপি সঙ্গে বৈঠক, চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন প্রত্যাহারসোনার দামে ফের রেকর্ড, ভরি এখন ১ লাখ ২৩ হাজার টাকাজ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ক্ষমতা হারালো মন্ত্রণালয়সাবেক ভূমিমন্ত্রী-ডিএমপি কমিশনার ও হারুনের বিরুদ্ধে তদন্তে দুদকবৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে প্রস্তুত সেনাবাহিনীপ্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধনভিসি-প্রোভিসির পদত্যাগের দাবিতে রাবিপ্রবির সব কার্যক্রম বন্ধস্বাস্থ্য খাতের উন্নয়নে ৮ দফা দাবি, পেশ করা হবে স্বাস্থ্যনীতিওবৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৪৪ পুলিশের তালিকা প্রকাশবৃষ্টিতে ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক স্বাভাবিক হবে সকালে সব খবর...
বিজ্ঞাপন