বিজ্ঞাপন

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন ১৮ বিচারক

June 4, 2018 | 5:13 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধান বিচরপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১৮ বিচারক।

সোমবার (৪ জুন) সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন নতুন বিচারকেরা।

আরও পড়ুন : শপথ নিলেন ১৮ বিচারক

বিজ্ঞাপন

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশেষ অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। তবে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

গত ৩০ মে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে দুই বছরের জন্য ১৮ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এরপর ৩১ মে নিয়োগ পাওয়া বিচারকদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিজ্ঞাপন

নতুন নিয়োগ পাওয়া ১৮ বিচারক হলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন