বিজ্ঞাপন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তালুকদার খালেকের স্ত্রী

June 4, 2018 | 5:38 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

বাগেরহাটে : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনে (রামপাল-মোংলা) তার স্ত্রী হাবিবুন নাহারকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৪ জুন) বিকেলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. নূরুজ্জামান তালুকদার বলেন, ‘অন্য কোনো প্রার্থী না থাকায় ওই আসনে ভোটগ্রহণের দরকার পড়েনি। এ কারণে হাবিবুন নাহারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞাপন

এ আসনে নায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে তা জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার ওই আসনে একক প্রার্থী ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে গতকাল (৩ জুন) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিন মনোনয়নপত্র প্রত্যাহার না হওয়ায় আজ (৪ জুন) আওয়ামী লীগের এ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রামপাল-মোংলা এই দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ২৪৯ ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ২৩৮ জন। নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ১১জন ।

বিজ্ঞাপন

এই আসনের ৯০টি কেন্দ্রে ২৬ জুন ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন