বিজ্ঞাপন

জাতীয় সঙ্গীত ‘বিভ্রাট’ নিয়ে ব্যাখ্যা দিলেন তামিম-রিয়াদ

June 4, 2018 | 9:26 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাঃ ভারতের দেরাদুনে রাজীব গান্ধী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে দেশের জাতীয় সঙ্গীত চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের ‘হাসি-ঠাট্টা’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার ঝড় বয়ে গেছে।

ঘটনার একদিন পরে এর কারণ ব্যাখ্যা করেছেন টাইগারদের দুই প্রবীণ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনের স্টাটাস একই রকম।

সোমবার (০৪ মে) সন্ধ্যায় রাতে লিখেছেন, ‘রবিবারের ম্যাচের সময় অনেক দর্শকরা যারা টিভিতে ম্যাচটি দেখেছেন; একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। জাতীয় সঙ্গীত বাজার সময় বেশ কয়েকজন ক্রিকেটারকে কথা বলতে দেখা গেছে।’

বিজ্ঞাপন

‘আসলে ওই সময় মাঠ থেকে জাতীয় সঙ্গীত শোনা যাচ্ছিল না। ক্রিকেটাররা তাই বুঝতে পারছিল না যে, জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। সবাই এটা শুরুর অপেক্ষা করছিল। তবে মজার ব্যাপার হলো, টিভির সামনে বসা দর্শকেরা ঠিকই জাতীয় সঙ্গীত শুনতে পেরেছেন; কিন্তু মাঠে থাকা ক্রিকেটারদের কান পর্যন্ত গানটি পৌঁছায়নি।’

স্টেডিয়ামে দায়িত্বপ্রাপ্তদের অব্যবস্থাপনার কারণে দর্শক ও খেলোয়াড়রা এমন বিভ্রাটে পড়েছেন বলে ইঙ্গীত দিয়েছেন দু’জন।

বিজ্ঞাপন

রবিবারের ম্যাচটি ছিল রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন