বিজ্ঞাপন

রাতে পাহারা দিই বলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন : ডিএমপি কমিশনার

June 5, 2018 | 4:48 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমরা রাতে পাহারা দেই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন। আমরা রাস্তায় ইফতার করি। আপনাদের জন্য আমরা দিন-রাত কষ্ট করি।’

মঙ্গলবার (৫ জুন) দুপুরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা আপনাদের মত মানুষ। আমরা আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন। আমরা রাতে পাহারা দেই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদক সমাজে ভায়াবহ ক্যান্সারে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এ যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।’

নাগরিকদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, ‘মাদক ব্যবসায়ীদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানাবেন। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগরীতে মাদকের সকল আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। চলছে মাদকবিরোধী বিশেষ অভিযান। ধরা পড়ছে মাদক ব্যবসায়ী, সেই সঙ্গে উদ্ধার হচ্ছে মাদকদ্রব্য। আসুন সবাই মিলে জঙ্গিবাদের মতো মাদক দমন করি।’

‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ এ স্লোগানে সামনে রেখে ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

এ সময় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদারসহ অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন