বিজ্ঞাপন

সেপ্টেম্বরে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে: কা‌দের

June 5, 2018 | 7:48 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ‌ওবায়দুল কা‌দের।

মঙ্গলবার (৫ জুন) বিকেলে রাজধানীর জুরাইনে এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন কাজ পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের ব‌লেন, এক্সপ্রেসেওয়ের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এই এক্সপ্রেসওয়েটি হবে ঢাকা থেকে মাওয়ার পর নদীর পার হয়ে ভাঙ্গা পর্যন্ত। আশার কথা, সেনাবাহিনী এ সড়কে সাফল্য দেখিয়েছে। তারা বরাবরই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে। এই কাজ শেষ হলে এ রাস্তায় আর যানজট দেখা যাবে না।’

বিজ্ঞাপন

এবারের ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা ভালো হবে বলে আশা করছেন ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘ঈদে সড়কের কারণে নয়, অন্য কারণে যানজট হতে পারে। ওভারটেকিং, ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হতে পারে। রাস্তায় রেষারেষি, প্রতিযোগিতা, কার আগে কে যাবে- সে কারণে যানজট হতে পারে। হয়তো রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে থাকল; এর কারণেও যানজট হতে পারে। তবে সড়কের কারণে হবে না। মহাসড়কে ঈদ যাত্রা এবার ভালো হবে।’

তিনি বলেন, রং সাইড দিয়ে গাড়ি চলাচল বন্ধে আমরা কয়েকটি মিটিং করেছি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। এবারের মতো মিটিং আর কখনো করিনি। এ বিষয়গুলো সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারলে যানজটও সহনীয় পর্যায়ে থাকবে।

সারাবাংলা/এমএমএইচ/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন