বিজ্ঞাপন

‘বজ্রপাত নিরোধে ব্রিটিশ সীমানা পিলারের বৈজ্ঞানিক প্রমাণ নেই’

June 6, 2018 | 1:33 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ব্রিটিশ আমলে ভূমি ব্যবস্থাপনার জন্য মাটিতে স্থাপিত পিলারের প্রাকৃতিক দুর্যোগে (বজ্রপাত নিরোধে) ভূমিকা রাখার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ জুন) দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সংসদ সদস্য নূরজাহান বেগমেরে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বজ্রপাতে জান-মালের ক্ষয়ক্ষতি হ্রাসে সারাদেশে ১০ লাখ উঁচু গাছ (যেমন- তালগাছ) রোপণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৩২ লক্ষের অধিক তালগাছ রোপণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।’

এ ছাড়া জাতীয় বিল্ডিং কোডে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ব্রিটিশ আমলে ভূমি ব্যবস্থাপনার জন্য মাটিতে স্থাপিত পিলারের প্রাকৃতিক দুর্যোগে ভূমিকা রাখার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন