বিজ্ঞাপন

বিশ্বকাপের রোল অব অনার

June 6, 2018 | 3:52 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। তার আগে প্রিয় দেশের খবর প্রায় মুখস্ত ফুটবলপ্রেমীদের। তারপরও পাঠকদের জন্য আরও কিছু জানাচ্ছে সারাবাংলা.নেট। দেখে নেওয়া যাক কোন কোন দেশ জিতেছে বিশ্বকাপ, বিশ্ব শিরোপায় কোন দেশ সবথেকে বেশি শিরোপায় চুমু এঁকেছে, সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলেছেন কারা, কোন আসরে কে জিতেছে সোনালী ট্রফি।

এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স এবং আর্জেন্টিনা৷ সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)৷

সবচেয়ে বেশিবার বিশ্বকাপ খেলেছেন মেক্সিকোর আন্তোনিও কারবাহাল (১৯৫০ থেকে ১৯৬৬, পাঁচটি বিশ্বকাপে); জার্মানির লোথার ম্যাথিউস (১৯৮২ থেকে ১৯৯৮, পাঁচবার)৷ চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি উপস্থিতি ব্রাজিলের (২০)। এবার নিয়ে বিশ্বকাপের ২১তম আসর। প্রতিটি বিশ্বকাপেই ছিল ব্রাজিলের উপস্থিতি। সবচেয়ে বেশি শিরোপা জিতেছেও ব্রাজিল (৫ বার)। চারবার বিশ্বকাপ জিতেছে জার্মানি। তবে, সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল ব্রাজিল নয়, সর্বোচ্চ আটবার ফাইনালে খেলেছে জার্মানি। আর সাতবার ফাইনালে খেলেছে ব্রাজিল।

বিজ্ঞাপন

রোল অব অনার, কোন বছরে বিশ্বকাপ কার:
২০১৪: জার্মানি (জার্মানি ১- ০ আর্জেন্টিনা)
২০১০: স্পেন (স্পেন ১- ০ নেদারল্যান্ডস)
২০০৬: ইতালি (ইতালি ১-১ ফ্রান্স, পরে পেনাল্টি শটে ৫-৩)
২০০২: ব্রাজিল (ব্রাজিল ২-০ জার্মানি)
১৯৯৮: ফ্রান্স (ফ্রান্স ৩-০ ব্রাজিল)
১৯৯৪: ব্রাজিল (ব্রাজিল ০-০ ইতালি, পরে পেনাল্টি শটে ৩-২)
১৯৯০: জার্মানি (জার্মানি ১-০ আর্জেন্টিনা)
১৯৮৬: আর্জেন্টিনা (আর্জেন্টিনা ৩-২ জার্মানি)
১৯৮২: ইতালি (ইতালি ৩-১ জার্মানি)
১৯৭৮: আর্জেন্টিনা (আর্জেন্টিনা ৩-১ জার্মানি)
১৯৭৪: জার্মানি (জার্মানি ২-১ হল্যান্ড)
১৯৭০: ব্রাজিল (ব্রাজিল ৪-১ ইতালি)
১৯৬৬: ইংল্যান্ড (ইংল্যান্ড ৪-২ জার্মানি)
১৯৬২: ব্রাজিল (ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া)
১৯৫৮: ব্রাজিল (ব্রাজিল ৫-২ সুইডেন)
১৯৫৪: জার্মানি (জার্মানি ৩-২ হাঙ্গেরি)
১৯৫০: উরুগুয়ে (উরুগুয়ে ২-১ ব্রাজিল)
১৯৪৬ ও ১৯৪২: অনুষ্ঠিত হয়নি
১৯৩৮: ইতালি (ইতালি ৪-২ হাঙ্গেরি)
১৯৩৪: ইতালি (ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া)
১৯৩০: উরুগুয়ে (উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা)

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন