বিজ্ঞাপন

ছাড়া পেলেন ইমরান এইচ সরকার

June 6, 2018 | 11:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আটকের প্রায় ৭ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে। বুধবার (৬ জুন) রাত ১১টার দিকে র‌্যাব-৩ কার্যালয় থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

র‌্যাব-৩-এর সিও লে. কর্নেল ইমরানুল হাসান সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কী উদ্দেশ্যে শাহবাগে তারা সমাবেশ করছিলেন, কারা তার সঙ্গে ছিলেন- এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ আয়োজিত ‘নির্বিচারে মানুষ খুনের প্রতিবাদে জাগো বাংলাদেশ’ সমাবেশে অংশ নিতে গেলে ইমরানকে আটক করেন র‌্যাব সদস্যরা। তাকে নিয়ে যাওয়া হয় টিকাটুলিতে র‌্যাব-৩ কার্যালয়ে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, ইমরান এইচ সরকারের কর্মসূচি পালনের কোনো অনুমতি ছিল না। কেবল ছাত্র ইউনিয়নের কর্মসূচির মৌখিক অনুমতি ছিল।

ওই সময় লে. কর্নেল ইমরানুল হাসান বলেন, অবৈধভাবে জনসমাবেশ করার অভিযোগে তাকে আটক করে র‌্যাব।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউএইচ/এমআইএস

আরও পড়ুন-

ইমরান এইচ সরকার আটক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন