বিজ্ঞাপন

ভারতকে হারানোর স্বপ্ন সত্যি হলো: রুমানা

June 7, 2018 | 3:15 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। এরপর ৭ জুন (বৃহস্পতিবার) থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ জয়েই বেশি উচ্ছ্বাস সালমা-রুমানাদের।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহ অধিনায়ক রুমানা আহমেদ অবশ্য ভারতকে হারিয়ে নিজের অনুভূতি জানিয়ে রাখেলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলকে হারানোর স্বপ্ন দেখতাম। এবার তাদেরকে হারিয়েছি।’

ভারতের বিপক্ষে প্রথম জয়ের দিনে রুমানা অবশ্য ব্যাটে-বলে আর ফিল্ডিংয়ে ছিলেন উজ্জ্বল। বল হাতে ২১ রান খরচায় ৩টি উইকেট, একটি রান আউট আর ব্যাট হাতে ৩৪ বলে অপরাজিত ৪২ রান তুলেছিলেন রুমানা।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে জয়ের একদিন পরেই ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে এমন জয়ের পর হোটেলের লবিতে পাকিস্তানি নারী দল অভিনন্দন জানিয়েছে রুমানাদের। কুয়ালালামপুরে এসে রুমানা বলেন, ‘আমরা এর আগে তাদের (পাকিস্তান) হারিয়েছি এবং এবার (সোমবার) ভারতকে হারানোর পর ওরা আমাদেরকে অভিনন্দন জানিয়েছে।’

ভারতকে হারানোর ম্যাচে রুমানার সঙ্গে ৯৩ রানের জুটি গড়েছিলেন ফারজানা হক। নারীদের টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। র‍্যাংকিংয়ে পিছিয়ে থেকেও ভারত ও পাকিস্তানকে হারানোর পর রুমানা বলেন, ‘র‍্যাংকিংয়ে নয় নম্বরে থেকে আপনি হয়তো ভাবতেই পারেন র‍্যাংকিংয়ে উপরে থাকা ভারত-পাকিস্তানের মতো দলকে হারানোর জন্য আমরা যথেষ্ট নয়, কিন্তু আমি মনে করি এই উপলব্ধি একসময় বদলে যাবে।’

অবশ্য, মাঠে শৃঙ্খলা ও কৌশলগত দক্ষতার কারণেই র‍্যাংকিংয়ে উপরে থাকা দলগুলোর বিপক্ষে আত্মবিশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন রুমানা।

বিজ্ঞাপন

আগামী ৯ জুন (শনিবার) মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন