বিজ্ঞাপন

সংসদে সংবাদকর্মীদের সঙ্গে রাষ্ট্রপতির খোশগল্প

June 7, 2018 | 4:49 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সাংবাদিকবান্ধব হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ-এর সুনাম আছে। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রথমে ডেপুটি স্পীকার ও পরে স্পীকার হিসেবে সংসদে তার আসা-যাওয়া ছিল নিয়মিত। আর তখন থেকেই বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে এক ধরনের আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে সংসদ বিটের সংবাদ-কর্মীদের। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর বিধি-নিষেধের কারণে সাংবাদিকদের সঙ্গে স্বাভাবিক দূরত্ব তৈরি হয়েছে আবদুল হামিদের। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি যখনই সংসদ ভবনে এসেছেন, সাংবাদিক লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠার সুযোগ হাতছাড়া করেননি। সংসদে এটি এক ধরনের রেওয়াজে দাঁড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (৭জুন) দুপুরে দশম জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে চিরাচরিত হাস্যরস ও খোশ গল্পে মেতে ওঠেন রাষ্ট্রপতি। প্রায় ১০ মিনিট তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের সাথে নানা বিষয়ে কথা বলেন। কখনো স্বভাবসুলভ হাস্যরসে মেতে ওঠেন। এসবের মাঝে ছিল ভিআইপি হিসেবে রাস্তায় বের হলে যানজটের কবলে নাকাল হওয়া মানুষের জন্য সমবেদনা। বঙ্গভবনের ঘোরাটোপে নিয়ম-রীতির ভিআইপি জীবনের দুঃখ কথা। রাষ্ট্রপতি বলেন, আমার তো বন্দি জীবন। বের হলে রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষ দুর্ভোগে পড়ে। এখন তো রমজান মাস। তাই তাড়াতাড়ি যেতে হবে। আড্ডার এক পর অংশে স্বভাবসুলভ ভঙ্গিতে নারী সাংবাদিকদের খোঁজ নিতেও ভোলেননি রাষ্ট্রপতি। সংখ্যায় তারা কম কেন তাও জানতে চান তিনি।

এ সময় পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি উত্তম চক্রবর্তীসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন