বিজ্ঞাপন

বাংলাদেশকে বিশ্বকাপের ফাইনালে নিতে চান নতুন কোচ

June 7, 2018 | 6:33 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

প্রথম দিন খুব বেশি প্রশ্নের মুখোমুখি হননি। তবে স্বল্প আলাপে স্টিভ রোডস বুঝিয়ে দিলেন, বাংলাদেশের দায়িত্ব পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। এমনকি সামনের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ফাইনালে যাওয়ারও স্বপ্ন দেখেন, সেটাও জানিয়ে দিলেন।

বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে বৈঠকের পর আজই নিশ্চিত হয়েছে, সাবেক ইংলিশ ক্রিকেটার রোডসই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ। শুরুতেই নিজের উচ্ছ্বাসটা জানিয়ে দিলেন, ‘প্রথমত আমি সবাইকে বলতে চাই আমি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে পেরে কতটা গর্বিত। এটা অসাধারণ একটা ক্রিকেটীয় জাতি। দলটা যে সমর্থন পায় সেটাও দুর্দান্ত। কখনো কখনো সেই সমর্থন হতাশার বুদবুদ হয়েও মেলাতে পারে অবশ্য। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অনেক বড় একটা সম্মানের। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত থাকতে পারাটা অনেক গর্বের।’

কিন্তু বাংলাদেশকে নিয়ে কতদূর যাওয়ার স্বপ্ন দেখেন। ইংলিশ কন্ডিশনটা নিজের হাতের তালুর মতোই চেনা। সামনের বিশ্বকাপ যখন সেখানে, বাংলাদেশকে নিয়ে শেষ পর্যন্ত যেতে চান রোডস, ‘আমি শুধু প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের বলেছি বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খুব ভালো করেছিল। তারা প্রমাণ করেছে ইংলিশ কন্ডিশনেও তারা খেলতে পারে। সেখানে সেমিফাইনালে ওঠাটা ছিল দারুণ একটা অর্জন। আমি তো সামনের বার আরও বেশি দূর যেতে চাই। আমার মনে হয় ফাইনালে ওঠা হবে একটা স্বপ্নপূরণের মতো, দারুণ একটা ব্যাপার।’

বিজ্ঞাপন

কিন্তু এতোদিন তো শুধু ঘরোয়া পর্যায়ে কাজ করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপারটা কতটা কঠিন হবে তার জন্য? রোডস এ ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমি খুবই সৌভাগ্যবান ইংল্যান্ড দলের বেশ কিছু সফরের প্রস্তুতিতে আমি ছিলাম, এর মধ্যে ২০১৬ সালে বাংলাদেশ সিরিজও আছে। সেখান থেকে কিছুটা আন্তর্জাতিক স্বাদ পেয়েছি। আসলে পার্থক্য খুব বেশি নেই, তবে আন্তর্জাতিক সূচিটা অনেক বেশি ঠাসা। আমার মনে হয় আমি এখন তৈরি।’ মজা করে বললেন, ‘এই যে দেখুন পাকা চুল, এই করতে করতেই তো হাড় পাকিয়েছি! আশা করি, আমার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য কাজে দেবে।’

 

সারাবাংলা/ এএম/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন