বিজ্ঞাপন

বিপক্ষে গেলে অনুদান কমিয়ে দেবো : ট্রাম্প

December 21, 2017 | 11:32 am

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা খসড়া প্রস্তাবনায় যে সেকল দেশ ভোট দেবে তাদের অর্থনৈতিক সাহায্য কমানো হবে।

বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, তারা লাখ, লাখ, কোটি কোটি ডলার সাহায্য নেয় আর আমাদের বিরুদ্ধেই ভোট দেয়। আমরা সেই ভোটগুলো পর্যবেক্ষণ করছি। তাদের ভোটে আমাদের কিছুই যায় আসেনা।

আজ জাতিসংঘের সাধারণ পরিষদ জরুরী এক বৈঠকে যুক্তরাষ্ট্রের এই বিতর্কিত সিদ্ধান্তের ওপর ভোট হবে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৩ সদস্যের জাতিসংঘের সংস্থাটি আশা করছে প্রস্তাবটি সহজেই অনুমোদন পাবে।

ট্রাম্পের আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবারই সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দিলে সদস্য দেশগুলোর জন্য ভাল হবেনা বলে হুমকি দেন। এক চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রবিরোধী এ প্রস্তাবে কোন কোন দেশ ভোট দিচ্ছে প্রেসিডেন্ট তার রিপোর্ট চেয়েছেন।

এ দিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ‍বিরুদ্ধে কতগুলো দেশ ভোট দিবে তা জানিয়ে দেবে জাতিসংঘ।

বিজ্ঞাপন

এর আগে ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিলে বিশ্বজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

সারাবাংলা/ এমএইচটি/জেএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন