বিজ্ঞাপন

ফেসবুকে বাজেট প্রতিক্রিয়া

June 7, 2018 | 8:55 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। কোথাও সামগ্রিক বাজেট নিয়ে অথবা কোথাও বাজেটের নির্দিষ্ট একটি বিষয় নিয়ে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।

জীবন শাফায়েত, তার বাজেট প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘অবশেষে ১০ বছর পর এই প্রথম কোনো জিনিসের দাম বাড়তে যাচ্ছে।’

বিজ্ঞাপন

এনামুল হক প্রিন্স লিখেছেন, ‘বাজেটে কি নতুন উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রেখেছেন? ঋণ খেলাপিদের জন্য বরাদ্দ কত?

প্রস্তাবিত বাজেটে দাম বাড়তে পারে মোবাইল ফোনের- এই নির্দিষ্ট সংবাদের প্রতিক্রিয়া হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক নামে একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, ‘দেশকে নাকি ডিজিটাল বানাবে! এমন ডিজিটাল- যেন ফোন ল্যাপটপ গরিবরা চালাতে না পারে।’

কাউসার লিখেছে, ‘দাম বাড়াইতে থাকেন। সবকিছুরই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে।’

বিজ্ঞাপন

ইউসুফ আলী লিখেছেন, ‘শিক্ষাখাতে নতুন নতুন, নিয়ম চালু করে ছাত্র-ছাত্রীদের মাথা খারাপ করা যেতে পারে, ভর্তি পরিক্ষার নাম করে লাখ, লাখ টাকার বাণিজ্য করা যেতে পারে, প্রশ্নপত্র ফাঁসে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করে, নতুন নতুন প্রযুক্তি বের করা যেতে পারে!’

মো. আল আমিন লিখেছেন, ‘উচ্চাভিলাসী বাজেট আসে-যায় জনগণ কী পায়? বাজেট আসে বাজেট যায়। কিন্তু সাধারণ মানুষের সমস্যা দূর হয় না। লাখ লাখ কোটি টাকার বাজেট থেকে সাধারণ জনগণ কী পাচ্ছে? বরং জনজীবনে উল্টো চাপ বাড়ছে। দেশি-বিদেশি ব্যাংক থেকে ঋণ করে এবং ভ্যাটের নামে জনগণের পকেট কেটে তিনি অর্থমন্ত্রীর সখ বাস্তবায়ন করিতেছে। আর এ সুযোগ আমলা, এমপি, মন্ত্রী এবং দলীয় লোকদের ভাগ্য পরিবর্তন হচ্ছে।’

আরিফ আহমেদ লিখেছেন, ২০০৪ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ পড়েছিলাম, কবি গুরু লিখেছেন বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা না কি ভূতের পায়ের ন্যায় পিছের দিকে যাচ্ছে, তখন কবি গুরুর এই কথার মানে বুঝেনি, কিন্তু এখন বুঝতেছি, আসলে তাই হচ্ছে, একটি জাতিকে শিক্ষিত, মেধাবী, কর্মমুখী, করতে যেই মানের মেধাবী শিক্ষক দরকার তা বাংলাদেশে নেই।

দুটি গাড়ি ও আট হাজার বর্গফুট সম্পত্তি থাকলে সারচার্য সংবাদের প্রতিক্রিয়ায় জামান আহমেদ লিখেছেন, ৩০ লাখের উপরে আয় হলে ৩০ ভাগ আয়কর! এই ধরনের করের কারনেই ধনীরা তাদের টাকা পয়সা বিদেশে নিয়ে যায়। বেচারাদের দোষ দিয়ে লাভ কি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন