বিজ্ঞাপন

‘কলঙ্কময় অধ্যায়ের’ জন্ম দিল জিমি-চয়নরা!

June 7, 2018 | 9:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকাঃ ‘ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন’ এমন সমীকরণকে সামনে রেখে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেরিনার্সের মুখোমুখী মোহামেডান স্পোর্টিং। দীর্ঘ ছয় বছর পর হাতছানি দিচ্ছিল শিরোপা। তাই অনেকটা অলিখিত ফাইনালে পরিণত হয়েছিল ম্যাচটি। না হারলেই হয় মোহামেডানের।

বৃহস্পতিবার (০৭ জুন) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচ গড়াচ্ছিল ঠিকভাবেই। প্রথমার্ধের শুরুতেই লিড পেয়ে যায় সাদা-কালোরা। রাসেল মাহমুদ জিমির পুস থেকে রিবাউন্ড হয়ে গুরুজিন্দরের রিভার্স হিটে এগিয়ে যায় (১-০) মতিঝিল পাড়ার ক্লাবটি। দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচের উত্তেজনা যখন আকাশচুম্বি তখনই ম্যাচে ভর করে বসলো ‘গোল বিতর্ক’।

দ্বিতীয়ার্ধে শফিউল আলম শিশিরের স্টিক ছুঁয়ে বল ঠিকানা খুঁজে পায়। সমতায় ফেরে মেরিনার্স ক্লাব। এরপরই শুরু হয় গণ্ডগোল। রেফারি গোলের সিদ্ধান্ত দিলে পিন্টো-জিমিরা রিভিইউয়ে আহ্বান জানান। রেফারি গোল বিতর্ক সমাধানে ভিডিও রেফারির সাহায্য চান।

বিজ্ঞাপন

এদিকে সময় গড়িয়ে যাচ্ছে, আধা ঘণ্টা পেরিয়ে গেছে সিদ্ধান্ত আসছে না। দূর থেকে দেখা গেলো মেরিনার্সের পক্ষেই সিদ্ধান্ত এসেছে। এদিকে মোহামেডানের খেলোয়াড়রা সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। মাঠের ভেতরে-বাইরে ছড়িয়ে ছিটিয়ে কয়েক পুলিশ সদস্য ও দুই দলের খেলোয়াড়-কর্মকর্তারা। এর মধ্যে কেটে গেল আরও কিছু সময়।

গোলের সিদ্ধান্তের পর মোহামেডান শিবিরে ‘অস্থিতিশীল পরিবেশের মধ্যেই’ মাঠে ঘটে গেল বিরল এ ঘটনা। ম্যাচের বিদেশি রেফারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে মাঠ ছেড়ে চলে গেলেন। কিছুখন পর রেফারিকে মানিয়ে মাঠে ফেরানো হলো।

তারপরেও ম্যাচে ফিরছে না দুই দল! এদিকে মোহামেডান রাজী হয়ে মাঠে নেমে পড়লো। ১-১ সমতা মেনে নিয়েই মাঠে ফিরলে এবার বেঁকে বসে মেরিনার্স। গোলের সিদ্ধান্তের পর বাইলজ ভঙ্গ করার অভিযোগ এনে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

বিজ্ঞাপন

এমতাবস্থায় ঘড়ির কাটায় সময় ৬টা ৩০ মিনিট। দেড় ঘণ্টায়েও মাঠে গড়ায়নি ম্যাচ। দুই দলের এমন ‘বিরূদ্ধাচরণে’ অবাক ম্যাচের বিচারক নাজিরুল ইসলামের বক্তব্য, ম্যাচ অমীমাংসিত নাকি পরিত্যাক্ত কিছুই বলা যাচ্ছে না। লিগ কমিটিতে বিষয়টি উঠবে এবং সেখান থেকেই সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে মোহামেডান কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা রেফারির সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠে ফিরেছি কিন্তু তারা খেলতে রাজি হচ্ছে না কেন? এর আগেও লিগে এমন ঘটেছে বেশ কয়েকবার।

৪৪ মিনিট খেলা মাঠে গড়িয়ে থমকে যায় ম্যাচ। দেড় ঘণ্টা পর্যন্ত থেমে থেকে অমীংমাসিত অবস্থায় দুই দল মাঠ ছাড়ে

মেরিনার্সও অভিযোগ এনেছে প্রতিবেশিদের বিপক্ষে, বাইলজের নিয়ম লঙ্ঘন করেছে মোহামেডান। ১০ মিনিটের বেশি সময় নিয়ে ফেলেছে। হিসেবে আমাদের পক্ষে জয় হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিনেও বাহফের গুরুত্বপূর্ণ কোনও কর্মকর্তা নেই। লিগ কমিটির পারদর্শীতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বিজ্ঞাপন

সবশেষ তথ্য অনুযায়ী ১-১ সমতায় রেখে বিষয়টি লিগ কমিটির সভায় উঠবে। বৈঠকের সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে জানানো হবে বলে জানানো হয়। এদিকে এশিয়ান গেমস উপলক্ষে খেলোয়াড়দের শুক্রবার দুপুর ১২টায় রিপোর্টিং করতে বলা হয়েছে। এদিকে খেলতে নারাজ দুই দলও।

কোন পথে হাটবে বাহফে?

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন