বিজ্ঞাপন

কিছুক্ষণ পরপরই বিকল হচ্ছে ইভিএম

December 21, 2017 | 11:33 am

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে একটু পরপরই বিকল হচ্ছে কেন্দ্রের মেশিনগুলো। ওই কেন্দ্রের ছয়টি ভোট বুথে মোট ১২টি ইভিএম রয়েছে।

এই কেন্দ্রে মোট ভোটার ২০৫৯ জন। কিন্তু সকাল সাড়ে ১০টা পরর্যন্ত ইভিএমের ত্রুটির কারণে ভোট পড়েছে ২৩৩ টি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজহারুল ইসলাম সারাবাংলা ডটনেটকে বলেন, ইভিএমগুলো নষ্ট নয়, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমাদের বিশেষজ্ঞরা আছে। এছাড়া প্রচুর ব্যাকআপ মেশিনও আছে। আশা করি ভোটগ্রহণে কোনো সমস্যা হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোটগ্রহণে কিছুটা বিলম্ব হচ্ছে। একটা ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে ২/৩ মিনিটের বেশি লাগছে না।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা মারজিয়া জেবিন সারাবাংলাকে বলেন,  ইভিএমে ভোট দিয়েছি। এটি অনেক সহজ পদ্ধতি। তবে মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় আমাকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

ওই একই কেন্দ্রে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। যে সব ভোটারদের স্মাটকার্ড নেই আঙুলের ছাপের মাধ্যমে তাদের শনাক্ত করা হচ্ছে। স্মার্টকার্ড না থাকলেও এ কেন্দ্রে আঙুলের ছাপ ব্যবহার করে ভোটাররা ভোট দিতে পারছেন।

বিজ্ঞাপন

কেন্দ্র পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেন, ইভিএমে কিছুটা ত্রুটি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সেগুলো সমাধান করছেন। যখনই সমস্যা হচ্ছে সেটি ত্রুটিমুক্ত করা হচ্ছে। আশা করি ভোটাররা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট দিতে পারবে।

সারাবাংলা/ এইচএ/একে

আরও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট

বিজ্ঞাপন

* ভোটকেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে বাধা

১৯৩ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ১০৮

* বিএনপির শেষ পর্যন্ত ভোটে থাকা নিয়ে শঙ্কা

* আমার জয় সুনিশ্চিত : ঝন্টু

লক্ষাধিক ভোটে জিতব : এরশাদ

* মিষ্টি রোদের সকালে প্রচণ্ড ভিড়

* যে ফলাফলই হোক মেনে নেব : জাপা প্রার্থী

* কে কোথায় ভোট দিবেন

রংপুরে ভোট চলছে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন