বিজ্ঞাপন

ধানমণ্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

June 8, 2018 | 6:44 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা:  রাজধানীর ধানমণ্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন আরও এক শ্রমিক।

শুক্রবার (৮ জুন) বিকেল সোয়া ৪টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে সেন্ট্রাল হাসপাতালের পাশের কনকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: হলেন- মো. সাইদুল (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)। মোখলেসুর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চড় বলরামপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আর মনিরুলের বাড়ি চাপাইনবাবগঞ্জ। এরা সবাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

সহকারী নুর ইসলাম জানান, ভবনটির ১২ তলার মাঝামাঝি মাচান বেঁধে কাজ করছিলেন চার শ্রমিক। হঠাৎ মাচানটি ভেঙে তারা নিচে পড়ে যান। এদের মধ্যে তৎক্ষণাৎ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সোয়া ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসারত অবস্থায় আরেকজন সেন্ট্রাল হাসপাতালে মারা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দু’জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন