বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় নতুন টি-টোয়েন্টি লিগ

June 8, 2018 | 6:49 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত বছরেই নতুন টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। সেবার সম্ভব হয়নি, তবে চলতি বছরের নভেম্বরে ব্রডকাস্ট পার্টনার সুপার স্পোর্টের সঙ্গে চুক্তি শেষেই এই আয়োজন করবে তারা।

শুক্রবার (৮ জুন) সিএসএ জানিয়েছে, দর্শকদের সামনে বিশ্বমানের একটি আয়োজন তুলে ধরবে তারা। এর আগে গত নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার এই গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। কিন্তু লোকসানের মুখে পড়ার আশঙ্কার থেকেই আয়োজন করেনি তারা। গতবছর সম্প্রচার স্বত্বসহ টাইটেল স্পন্সরের জন্য বিজ্ঞাপন পেতেও ঝামেলা পোহাতে হয়েছিল আয়োজকদের। যে কারণে আয়োজন পিছিয়েছিল সিএসএ।

এর আগে প্রাথমিকভাবে টুর্নামেন্টটির আয়োজনের সময় ধরা হয়েছিল নভেম্বর-ডিসেম্বরে। ছয়টি দল নিয়েই হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ইভেন্টের আয়োজন। পরিকল্পনায় ছিল, এই আয়োজনের ফাইনাল হবে দক্ষিণ আফ্রিকার সরকারি ছুটির দিন ১৬ ডিসেম্বর।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন