বিজ্ঞাপন

বিআরটিসি’র ডিপোতে আগুন, পুড়ে গেছে ১৫ বাস

June 9, 2018 | 9:53 am

।। স্টাফ  করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর খিলক্ষেত বিআরটিসি’র বাস ডিপোতে অগ্নিকাণ্ডে ১৫টি বাস পুড়ে গেছে। বাসগুলোর আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রীর সচিব নজরুল ইসলাম।

শ‌নিবার সকা‌ল ৯টায় বিআরটিসি’র বাস ডিপো প‌রিদর্শন শে‌ষে সারাবাংলাক‌ে তিনি জানান, এটি আকস্মিক অগ্নিকাণ্ড।  তবে কী কার‌ণে আগু‌ন লে‌গে‌ছে সে বিষ‌য়ে তি‌নি নি‌শ্চিত কর‌তে পা‌রেনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বিআরটিসি’র বাস ডিপোতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত ৩টার দিকে নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন বিআরটিসি’র বাস ডিপোতে থাকা কর্মকতারা ।

সড়ক ও পরিবহন মন্ত্রীর সচিব জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৫টি বাসের মধ্যে দ্বিতল ও  একতলা বাস রয়েছে। এর মধ্যে ৭টি ‍বাস সচল ও ৮টি বাস অচল।

বিজ্ঞাপন

তিনি জানান, বাস ডিপোতে আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবেন। এছাড়া প‌রিকল্পিতভা‌বে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটা‌নো হ‌য়ে‌ছে কিনা তাও খুঁজে বের করা হবে।

 

সারাবাংলা/এমএমএইচ/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন