বিজ্ঞাপন

বিবর্ণ বিশ্ব চ্যাম্পিয়নরা, সুইজারল্যান্ড-ক্রোয়েশিয়ার জয়

June 9, 2018 | 11:10 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির শেষ মুহূর্তের প্রস্তুতিটা খুব একটা ভালো হলো না। দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচের একটিতেও নিজেদের দাপট দেখাতে পারেনি জোয়াকিম লো‘র শিষ্যরা। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পরে, শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানরা।

নিজেদের মাটিতে (লেভারকুজেনের মাঠে) অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মতোই বিবর্ণ ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে, শুরুটা বেশ ভালো করেছিল জার্মানি। ম্যাচের অষ্টম মিনিটে গোল করে লিড নেয় তারা। মার্কো রিউসের অ্যাসিস্ট থেকে গোল করেন লিপজিগের তারকা ফরোয়ার্ড ওয়েরনার (১-০)। এরপর সহজ সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু হুলিয়ান ড্রাক্সলারের ব্যর্থতায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি তারা।

৪৩তম মিনিটে আবারো এগিয়ে যায় জার্মানরা। তবে, আত্মঘাতী গোলের সুবাদে দ্বিতীয় গোলের দেখা পায় জোয়াকিম লো‘র শিষ্যরা। ওয়ার্নারের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ওমা হাওসাওয়ি (২-০)। এরপর পিছিয়ে থেকে বিরতির পর ঘুরে দাঁড়ায় সৌদি আরব। ম্যাচের ৬১তম মিনিটে ব্যবধান কমানোর সহজ সুযোগ পেয়েছিলেন অতিথিদের মিডফিল্ডার সালেম আল-দাওসারি। গোল করার মতো জায়গায় বল পেয়েও গোলবারের বাইরে শট নেন তিনি।

বিজ্ঞাপন

৮৫তম মিনিটে ব্যবধান কমায় সৌদি আরব। মিডফিল্ডার আল-ইয়াসিমকে জার্মান ডিফেন্ডার সামি খেদিরা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহাম্মদ আল-সাহলাইয়ের শট ডান দিয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন জার্মান তারকা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। তবে, ফিরতি বলে শট নিয়ে জার্মানদের জালে বল জড়িয়ে দেন ইয়াসিম (২-১)।

আগামী ১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে জার্মানি। ‘এফ’ গ্রুপে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া। এদিকে, উদ্বোধনী দিনে আগামী ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। ‘এ’ গ্রুপের অন্য দুই দল হলো মিশর ও উরুগুয়ে।


বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল সুইজারল্যান্ড এবং জাপান। সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে জাপান। দিনের আরেক প্রস্তুতি ম্যাচে সেনেগালকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন