বিজ্ঞাপন

আমার জয় সুনিশ্চিত : ঝন্টু

December 21, 2017 | 12:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে :  রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর গুপ্তপাড়া সালেমা উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। এসময় ভোটারদের খোঁজ খবর নেন ঝন্টু। পরে পোলিং এজেন্ট ও নির্বাচনী কর্মকর্তাদের সাথেও কথা বলেন।

ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার পথে ঝন্টু সাংবাদিকদের বলেন, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। এ পরিবেশ অব্যাহত থাকলে আমার জয় সুনিশ্চিত। এই ভোটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। তাকিয়ে আছে জননেত্রী শেখ হাসিনা। জয়ী হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা এনে রংপুরের বাকি উন্নয়ন করবো।

বিজ্ঞাপন

হার-জিতের প্রশ্নে ঝন্টু বলেন, একজন হারবে একজন জিতবে। মন মানসিকতা ঠিক রেখে ভাই হিসেবে কাছে টেনে নিয়ে বাকি জীবন কাটাব।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রসিক নির্বাচনে এবার মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনজন। দলীয় পরিচয়ে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলার মধ্যে মূল লড়াই হচ্ছে।

বিজ্ঞাপন

১৯৩টি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহণ চলছে।  এ সিটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন