বিজ্ঞাপন

স্পেনের কষ্টার্জিত জয়, ফ্রান্সের হোঁচট

June 10, 2018 | 10:30 am

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

রাশিয়া বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়েছে রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া যুক্তরাষ্ট্র। সুইডেন ও পেরুর মধ্যে বিশ্বকাপের আরেক প্রস্তুতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

এছাড়া, লাতিন আমেরিকার দল বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সার্বিয়া। আর হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া।

রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ আলো ছড়াতে থামেন স্পেনের তারকা ইসকো, দাভিদ সিলভা, আন্দ্রেস ইনিয়েস্তা, ইয়াগো আসপাস, দিয়েগো কস্তা, জর্দি আলবারা। কিন্তু, কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলেন না। ৭৮তম মিনিটে আলবাকে তুলে নিয়ে আসপাসকে নামান স্পেন কোচ। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি আসপাস। ম্যাচের শেষ দিকে ৮৪তম মিনিটে আসপাসের দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে তিউনিশিয়াকে হারায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ইরান ও মরক্কো। আর ইংল্যান্ড, বেলজিয়াম ও পানামার সঙ্গে ‘জি’ গ্রুপে আছে তিউনিশিয়া। আগামী ১৮ জুন প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা।


এদিকে, শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিজেদের আগের প্রস্তুতি ম্যাচে রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ৩-১ গোলে হারিয়েছিল ফরাসিরা। এদিন, উসমান দেম্বেলে, পল পগবা, কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তোনিও গ্রিজম্যান, স্যামুয়েল উমতিতি, অলিভের জিরুদরা নিজেদের মেলে ধরতে পারেননি। ম্যাচের ৪৪তম মিনিটে ফরোয়ার্ড জুলিয়ান গ্রিনের গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র (১-০)। ৭৮তম মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরান পিএসজির তারকা এমবাপ্পে (১-১)।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে ফ্রান্স। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন