বিজ্ঞাপন

এশিয়ার সেরা হতে সালমাদের টার্গেট ১১৩

June 10, 2018 | 1:35 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে সাকিব-তামিম-মুশফিকদের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় যখন দেশের ক্রিকেট টালমাটাল, তখন লাল-সবুজের জার্সিধারী নারী ক্রিকেটাররা সেই ক্ষতে বেশ ভালোভাবেই প্রলেপ দিয়েছেন। এশিয়া কাপের শিরোপা জিততে ফাইনালে ভারতের বিপক্ষে নামা বাংলাদেশের টার্গেট ১১৩ রান।

জিতলেই বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে এটা হবে সেরা সাফল্যের একটি। রোববার (১০ জুন) কুয়ালালামপুরের কিনরারা একডেমি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তোলে ১১২ রান।

ভারতের ওপেনার মিতালি রাজ ব্যক্তিগত ১১, সৃত্মি মানধানা ৭ রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা দিপ্তী শর্মা করেন মাত্র ৪ রান। ভেদা কৃশনামূর্তি ১১ রান করেন। আনুজা পাতিল, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, একা বিশত দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ঝুলন গোস্বামী ১০ রান করেন। তবে, ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রিত কাউর। তার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৬ রান।

বিজ্ঞাপন

বাংলাদেশের নাহিদা খাতুন ৪ ওভারে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। রুমানা আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। অধিনায়ক সালমা ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট। খাদিজা তুল কুবরা ৪ ওভারে ২৩ রানে নেন দুটি উইকেট। জাহানারা আলম একটি উইকেট পান। ফাহিমা খাতুন কোনো উইকেট পাননি।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেয় টাইগ্রেসরা। সবশেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রুমানা-সালমারা। এবার ফাইনালে ভারতের বিপক্ষে জিতলেই শিরোপা নিয়ে দেশে ফিরবে লাল-সবুজের জার্সিধারীরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন