বিজ্ঞাপন

‘আমাদের হারানোর কিছু ছিল না, শুধু ছিল পাওয়ার’

June 10, 2018 | 4:16 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

এমন একটা জয়ের পর কোনো অনুভূতিই কাজ করার কথা নয়। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়, তাও আবার অমন নাটকীয় শেষ বলে-বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই এমন মুহূর্ত আর আসেনি। তবে ম্যাচ শেষে এমন জয়ের পর স্বাভাবিকভাবেই একটু বিহবল সালমা খাতুন। পরে অবশ্য নিজেকে সংযত করে বললেন এটা কতটা বড় পাওয়া। তা বলে বোঝাতে পারবেন না।

পুরস্কার বিতরণী মঞ্চেই অনুভূতি জানতে চাওয়া হয়েছিল সালমার কাছে। কিছু দিন আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ফিরে পেয়েছেন সালমা। এমন কিছু পাবেন, সেটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি।‘অনেক খুশি লাগছে, আমরা প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছি। এটা কতোটা বড় পাওয়া, সেটা আসলে বলে বোঝাতে পারবো না।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা জয়ের কারনে এই ম্যাচে আমাদের আত্মবিশ্বাস ছিল। আজকের ফাইনাল ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা ছিল ভালো কিছু করার।’

বিজ্ঞাপন

সালমা বললেন, এই ম্যাচে চাপটা ভারতের ওপর ছিল।  সেটা তাদের জন্য টনিকের মতো কাজ করেছে, ‘আমাদের হারানোর কিছু ছিলনা, তবে ওদের হারানোর অনেক কিছুই ছিল। আমাদের পাওয়ার অনেক কিছুই ছিল, সেটাই আমরা পেয়েছি।’

কুয়ালালামপুরের মাঠে আজ বেশ কিছু বাংলাদেশিও অকুন্ঠ সমর্থন দিয়ে গেছেন মেয়েদের। সালমা তাদের কৃতজ্ঞতা জানালেন,  ‘ সাপোর্টাররা থাকলে অনেক ভালো লাগে, আর আমাদের বাংলাদেশের সাপোর্টারও অনেক ছিল। সাপোর্টারদেরকে ধন্যবাদ।

প্রথম ম্যাচটা ভালো হয়নি, এরপর আমরা খুব ভালোভাবেই কামব্যাক করেছি। পরের ম্যাচগুলোও জিতেছি। আশা করি, পরবর্তী টুর্নামেন্ট গুলোতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখবো।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন