বিজ্ঞাপন

বিশ্বকাপের ফল জানাবে মেসির অবসর!

June 11, 2018 | 3:55 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ কিংবা এ বিশ্বকাপের পরই তিনি অবসর নেবেন, এমন বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছে আরো আগ থেকেই। তবে রাশিয়া বিশ্বকাপ শেষেই অবসরে যাচ্ছেন কি না, সেটাই জানিয়ে রাখলেন রাশিয়া বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবীদার মেসি।

৩০ বছর বয়সী আর্জেন্টিনার এই স্ট্রাইকার জাতীয় দলের জার্সিতে খেলছেন ২০০৫ সাল থেকেই। রাশিয়া বিশ্বকাপের পরই মেসি অবসরে যাচ্ছেন কি না সেটা নির্ভর করছে রাশিয়া বিশ্বকাপে আর্জেটিনা দলের পারফরম্যান্সের ওপর। তাই বিশ্বকাপ শেষেই অবসরে যাচ্ছেন কি না, তা এখনই বলতে পারছেন না মেসি, ‘আমি এখনো জানি না, এটা (অবসর) নির্ভর করবে আমরা বিশ্বকাপে কি করছি, কিভাবে শেষ করছি তার ওপর।’

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স-আপ হয়েই ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। তিনবার বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও ফিরেছিল দলটি। শিরোপা জয়ের কাছে গিয়ে এমন ফিরে আসার ব্যাপারেও মেসি বললেন, ‘এটা মানতেই হবে ফাইনালে ওঠা একেবারেই সহজ নয়। এটা সত্য যে, ফাইনালে জয় পাওয়া গুরুত্বপূর্ণ কিন্তু শিরোপা জয় পাওয়া একেবারেই সহজ কিছু নয়।’

বিজ্ঞাপন

মেসি মনে করছেন রাশিয়া বিশ্বকাপে কোচ সাম্পাওলির দলের খুব একটা ভয়ের কিছু থাকছে না। তাই নিজেদের ঘরে তৃতীয় শিরোপা আনতে নিজের দল আর্জেন্টিনাকেই অনেকটা এগিয়েই রাখছেন তিনি, ‘ফুটবলে অনেক ভালো খেলোয়াড়ই আছে। তবে আমাদের দলে মানসম্মত অনেক খেলোয়াড় আছে, যা অন্য অনেক দলেরই প্রয়োজন।’

রাশিয়া বিশ্বকাপের পরই মেসি অবসরে যাচ্ছেন কি না, তা জানতে অবশ্য বিশ্বকাপের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে সবাইকে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন