বিজ্ঞাপন

‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতকে মতামত জানিয়েছি’

June 12, 2018 | 12:20 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: মিয়ানমারের সৃষ্টি করা রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) মতামত জানিয়েছে বাংলাদেশ। এর আগে গত মে মাসে এ বিষয়ে আইসিসি’র তিনজন বিচারকের চেম্বার থেকে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘হ্যাঁ, আমরা আইসিসির চিঠির পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছি। বাংলাদেশ আইন মেনে চলে এবং আমরা দায়িত্বশীল একটি জাতি। বাংলাদেশ রোম সনদে অনেক আগেই সই করেছে। আইসিসির চিঠির জবাব রোম সনদ মেনেই দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে আইসিসি যে সকল তথ্য জানতে চেয়েছিল এবং আমরা যতটুকু জানি তার সবটাই আইসিসিকে জানিয়েছি।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি যে দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব। এ সংকট মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেপ্টেম্বরে জাতিসংঘে পাঁচটি সুপারিশ পেশ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো ওই পথে সংকট মেটানো সম্ভব।’

মো. শাহরিয়ার আলম আরো বলেন, ‘বাংলাদেশ চায় রোহিঙ্গা জনগোষ্ঠী স্বেচ্ছায়, নিরাপদে এবং পূর্ণ নাগরিক অধিকার নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাক।’

এর আগে গত ৫ জুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আইসিসির চিঠির জবাব প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘কীভাবে নির্যাতিত রোহিঙ্গাদের স্বার্থ সংরক্ষণ করা যায় এবং কীভাবে আমাদের (বাংলাদেশ) স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়টিও নিশ্চিত করা যায়, আমরা সেভাবেই কাজ করছি।’

বিজ্ঞাপন

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধ ঘটেছে কিনা, তা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের অনুমতি চেয়ে গত এপ্রিলে আবেদন করেন ওই আদালতেরই একজন আইনজীবী।

আন্তর্জাতিক অপরাধ আদালত তদন্তের অনুমতি দেওয়ার আগে গত মে মাসে এই বিষয়ে আইসিসি’র তিনজন বিচারকের চেম্বার থেকে বাংলাদেশ সরকারের বক্তব্য জানতে চেয়ে চিঠি দেওয়া হয়।
মূলত তিনটি বিষয়ে বক্তব্য জানতে চেয়ে আগামী ১১ জুনের মধ্যে লিখিতভাবে চিঠির জবাব দিতে বলে আইসসিসি।

আইসিসি’র চিঠিতে জানতে চাওয়া হয়, বিশাল জনসংখ্যার মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ঢুকল। বাংলাদেশ আইসিসির সদস্য কিন্তু মিয়ানমার নয়। এই পরিপ্রেক্ষিতে রাখাইনে সংগঠিত অপরাধ তদন্তে আইসিসি’র এখতিয়ার নিয়ে বাংলাদেশের মতামত কী। রোহিঙ্গা ইস্যুতে সংগঠিত অপরাধ আমলে নিয়ে আইসিসি তদন্ত করতে পারে, এমন বিষয়ে বাংলাদেশের বক্তব্য কী।

সারাবাংলা/জেআইএল/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন