বিজ্ঞাপন

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘের প্রতি আহ্বান

June 12, 2018 | 8:32 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের প্রতি চাপ দিতে জাতিসংঘের শরণার্থী বিভাগের (ইউএনএইচসিআর) প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচ মঙ্গলবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি এই আহবান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচকে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে এবং পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফেরত যেতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। এই পরিবেশ সৃষ্টিতে জাতিসংঘকে ভূমিকা রাখতে হবে। রোহিঙ্গারা যাতে ফিরতে পারে, এ জন্য মিয়ানমারকে চাপে রাখতে হবে।

বিজ্ঞাপন

এ সময় ইউএনএইচসিআরের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে জানান, প্রত্যাবসন নিশ্চিত করতে মিয়ানমার জাতিসংঘের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সই করেছে।

সারাবাংলা/জেআইএল/এমআইএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন