বিজ্ঞাপন

রোনালদোর দুর্বলতা কী?

June 12, 2018 | 8:58 pm

।।সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল আরেকটি বিশ্বকাপের মুখে। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের সামনে রোনালদোর পর্তুগাল। কঠিন পরীক্ষার সামনেই পড়তে হচ্ছে ইউসেবিও-ফিগোদের শিষ্যদের। এদিকে স্পেনের গোল প্রহরী ডি গিয়া হুঁশিয়ারি দিয়েছে, রোনালদো আটকানোর সকল কৌশল সাজানো শেষ।

এদিকে থেমে নেই রেকর্ডপুত্র রোনালদোও। পর্তুগালের জার্সি গায়ে ৮৪ গোল করে ভিয়া, মিরোস্লাভ ক্লোসা, পেলে, দিদিয়ার দ্রগবা এবং রবি কিনকে পেছনে ফেলেছেন।

তবে, বিশ্বের সেরা গোলস্কোরার ম্লান কিছু দেশের সামনে গেলেই। পায়ে ধরা দেয় না গোল। বিশ্বকাপ ঘরে তুলেছে এমন আট দেশের বিপক্ষে গোল নেই সিআরসেভেনের।

বিজ্ঞাপন

উরুগুয়ের বিপক্ষে অবশ্য এখনও খেলেন নি রিয়াল তারকা।

বাকী সাতটি দলের বিপক্ষে ২২ টি ম্যাচ খেলেছে রোনালদো। বাকী স্পেন, জার্মানী ও ফ্রান্স (চারবার করে), ইংল্যান্ড, ব্রাজিল (তিনবার করে), ইতালি (দুবার) ও আর্জেন্টিনার (একবার) বিপক্ষে কোনও গোল করতে পারেনি এই পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।

বিশ্বকাপে শুক্রবার স্পেন ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পর্তুগাল। রোনালদো পাঁচবার স্পেনের বিপক্ষে খেলতে যাচ্ছে যেখানে দুটি হার ও দুটি জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে কোনও গোল নেই তার।

বিজ্ঞাপন

এবার কি সেই খরা ঘুচবে?

 

সারাবাংলা/জেএইচ

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন