বিজ্ঞাপন

খালেদার সিদ্ধান্তের অপেক্ষায় কারা কর্তৃপক্ষ

June 13, 2018 | 2:25 pm

।। সিনিয়র করেপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোথায় নেওয়া হবে তা ঠিক করতে তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কারা কর্তৃপক্ষ, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে তেজগাঁও বিজ্ঞান কলেজে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র আয়োজিত দরিদ্র মেধাবী শিশুদের ঈদ বস্ত্র ও সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গতকাল কারা কর্তৃপক্ষ খালেদা জিয়াকে যে প্রস্তাব (বঙ্গবন্ধু হাসপাতাল ও সিএমএইচ) দিয়েছে আজ দুপুর পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত দেননি। আমরা আশা করছি তিনি সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’

বিজ্ঞাপন

খালেদা জিয়াকে যে চারজন ডাক্তার চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তাদের সাথে আমাদের সিভিল সার্জন ও কারাগারের ডাক্তারও পরীক্ষা-নিরীক্ষা করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসক্রিপসন অনুযায়ী তার আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কোথায় নেওয়া হতে পারে সেজন্য দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। আইজি প্রিজন জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত খালেদা জিয়া কারা কর্তৃপক্ষকে তার সিদ্ধান্ত জানায়নি। আমরা আশা করছি তিনি তার সিদ্ধান্ত জানাবেন।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুন্সীগঞ্জে যে প্রকাশককে হত্যা করা হয়েছে সেটির ব্যাপারে তদন্ত চলছে। হত্যাকারীরা অবশ্যই গ্রেফতার হবে। গত ২২ বছরে এখন পর্যন্ত কোনো হত্যাকারী রেহাই পায়নি। সবাইকে গ্রেফতার করা হয়েছে। এটাতেও হত্যাকারীরা রেহাই পাবে না।’

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। সবাই শান্তিতে ঈদ উদযাপন করতে পারবেন। গত ২৭ রোজায় এখন পর্যন্ত কোন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, আশা করছি আর ঘটবেও না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমএইচ/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন