বিজ্ঞাপন

ক্যান্সার ধরা পড়েছে স্যার হ্যাডলির

June 13, 2018 | 3:02 pm

সারাবাংলা ডেস্ক।। 

বিজ্ঞাপন

বয়স হয়েছে ৬৬। তবে এখনও নিউজিল্যান্ডের খেলা থাকলে দর্শক হয়ে হাজির হয়ে যান গ্যালারিতে। স্যার রিচার্ড হ্যাডলির ভক্তদের জন্য এবার বড় একটা দুঃসংবাদ, অন্ত্রের ক্যান্সার ধরা পড়েছে তাঁর। তবে আশার কথা, গত মাসেই চিকিৎসা শুরু হয়েছে তাঁর। এই মুহূর্তে তিনি আশঙ্কামুক্তই আছেন।

নিউজিল্যান্ড ক্রিকেটের মাধ্যমে স্যার হ্যাডলির স্ত্রী জানিয়েছেন, গত মাসেই নিয়মিত চেকআপ করানোর সময় একটা টিউমার ধরা পড়ে স্যার হ্যাডলির। এরপরেই জানা যায়, সেটা ক্যান্সারে রূপ নিয়েছে। চিকিৎসা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গেই, এক দফা অস্ত্রোপচারও হয়ে গেছে। এই মুহূর্তে স্যার হ্যাডলি সেরে ওঠার প্রক্রিয়ায় আছে বলে জানানো হয়েছে।

নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে হ্যাডলির নামটা একবাক্যে বলবেন বেশির ভাগই। সর্বকালের সেরা অলরাউন্ডারদের ছোট্ট তালিকায়ও থাকবে তাঁর নাম। অবসর নেওয়ার সময় তাঁর ৪৩১ উইকেট ছিল ওই সময়ের বিশ্বরেকর্ড। টেস্টে করেছিলেন ৩১২৪ রানও। ১৯৯০ সালে নাইটহুড পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন