বিজ্ঞাপন

নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারির অনুরোধ স্পিকারের

June 13, 2018 | 8:29 pm

।। সিনিয়র করেপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারির অনুরোধ জানিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

বুধবার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, নবম ওয়েজ বোর্ড নিয়ে অনেকদিন ধরে সাংবাদিকরা আন্দোলন করেছেন। বিষয়টি আমি জানামাত্র তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। শুনে আনন্দ বোধ করছি যে নবম ওয়েজ বোর্ড গঠন হয়েছে। এখন আমি তাকে (তথ্যমন্ত্রী) অনুরোধ করব, যেন খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে নবম ওয়েজ বোর্ড জারি করা হয়।

বিজ্ঞাপন

শিরিন শারমিন চৌধুরী আরো বলেন, ‘ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের আপত্তি উঠেছে। যতদূর জানি, আইনটি এখন জাতীয় সংসদের আইসিটি বিষয়ক স্থায়ী কমিটিতে আছে। তারা আরো সময় বাড়িয়ে নিয়েছেন। আইনটি চূড়ান্তভাবে পাস হওয়ার আগে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কথা বলে সুরাহা করবেন তারা।’ এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্পিকার।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ঈদের পরে সাংবাদিকদের অনেকদিনের আকাঙ্ক্ষার ফসল মহার্ঘ্য ভাতা ঘোষণা করা হবে।’

ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজে’র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সাংবাদিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন