বিজ্ঞাপন

প্রথম ম্যাচ থেকেই নামছেন সালাহ

June 14, 2018 | 4:22 pm

সারাবাংলা ডেস্ক।। 

বিজ্ঞাপন

মিশরীয়দের জন্য প্রশ্নটা এখন কোটি টাকার, দুই দিন পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। সেখানে কি মোহামেদ সালাহ খেলবেন? মিশরের কোচ হেক্টর কুপার নিশ্চিত করলেন, অলৌকিক কিছু না হলে সালাহ খেলবেন প্রথম ম্যাচ থেকেই।

লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই চোট পেয়েছিলেন কাঁধে। শুরুতে মনে হচ্ছিল, বিশ্বকাপ স্বপ্নই শেষ হয়ে গেছে তাঁর। তবে দ্রুত সালাহ সেরে উঠছেন, নিজেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতে আছেন। এর মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অনুশীলনে। কুপারও বলছেন, সালাহকে শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমি শতভাগ নিশ্চিত সে শুরু থেকে খেলবে। যদি না শেষ মুহূর্তে অলৌকিক কিছু না হয়। তার খেলার খুব ভালো সুযোগ আছে, সে বল নিয়ে অনুশীলনও শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় তার অবস্থার উন্নতিও হয়েছে।’

মিশরের ম্যানেজার ইহাব লেহেতাও রয়টার্সকে বলেছেন, মিশরের মেডিকেল স্টাফ বৃহস্পতিবার সালাহকে ভালোমতো পরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা মিশরের জন্য বড় একটা স্বস্তি হয়েই এসেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন