বিজ্ঞাপন

মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে: আইজিপি

June 15, 2018 | 6:39 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থায় মানুষ স্বস্তিতে গ্রামের বাড়ি যেতে পারছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ‘অন্যান্যবারের তুলনায় এবার অনেক সুশৃঙ্খল অবস্থায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আছে এবং মানুষ জনের মধ্যেও নিরাপত্তা বোধটা কাজ করছে। সবাই সুশৃঙ্খলভাবে দেশে ফিরে যাচ্ছেন। আমরা আশা করব ট্রেনে যারা যাত্রী হয়ে যাচ্ছেন দেশে তারা যাতে নিরাপদে পৌঁছাতে পারেন, পরিবার পরিজন নিয়ে ঈদ করে যাতে আবার ভালোভাবে ফিরে আসতে পারে। ঈদের পরে এক সপ্তাহ ধরে আমাদের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।’

শুক্রবার (১৫ জুন) কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। রংপুর এক্সপ্রেসটি ছেড়ে যাওয়ার সময় ছাদে থাকা যাত্রীরা হাত নাড়তে থাকলে আইজিপিও যাত্রীদের উদ্দেশ্যে হাত নাড়েন। তবে এসময় ছাদে থাকা যাত্রীদের কেউ কেউ আইজিপিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ‘স্যার ট্রেন চার/পাঁচ ঘণ্টা লেট।’

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে আইজিপি বলেন, ‘রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। যাত্রীদের চাপটা এখন অনেক কমে গেছে, গত দুই দিন ধরে এমনকি আজ সকাল পর্যন্ত যে চাপ ছিল তা এই মুহূর্তে নেই। আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে এবার মানুষ স্বস্তিতে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উৎসব পালন করতে পারবে। আমাদের প্রচেষ্টা ছিল মানুষ যাতে স্বস্তিতে গ্রামের বাড়ি যেতে পারে ঈদের ছুটিতে। এটুকু নিশ্চিত করা। আমরা সেটা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। আমাদের সকল ইউনিট দিনরাত কাজ করে যাচ্ছে। পুরো রমজান জুড়েই আমরা চেষ্টা করেছি, মানুষকে স্বস্তি দেয়ার জন্য, এট লিস্ট ঘিরে গিয়ে পরিবার পরিজন নিয়ে যাতে ইফতার করতে পারে।’

শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের মরদেহ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি তদন্তের বিষয়। একটি মৃতদেহ জখন পাওয়া যায়, এটা যদি স্বাভাবিক না হয়, স্বাভাবিক মৃত্যু যদি না হয়, স্বাভাবিকভাবেই তার একটি তদন্ত হয়। এটা আমাদের তদন্তের পর্যায়ে, সুতরাং এখনই মন্তব্য করার সুযোগ নেই যে, এটি আত্মহত্যা বা অন্য কোনো কিছু কি না। তদন্তের পরে হয়ত আপনাদের আমরা এ বিষয়ে অবহিত করতে পারব। আমাদের যে সকল ইউনিটগুলো আছে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখছে। চিকিৎসকের রিপোর্টের পর হয়ত আমরা বিস্তারিত বলতে পারব।’

সারাবাংলা/ইএইচটি/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন