বিজ্ঞাপন

দুই বছরের কারাদণ্ড রোনালদোর!

June 15, 2018 | 8:03 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ফুটবল ক্লাবে খেলে কর ফাঁকি দেওয়ার ঘটনা যেমন নতুন কিছু নয়, তেমনি কর ফাঁকির দায়ে জেল-জরিমানাও নতুন কিছু নয়। এবার কর ফাঁকির দায়ে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

কর ফাঁকির দায়ে রিয়াল মাদ্রিদের এই তারকাকে ১৮.৮ মিলিয়ন ইউরো পরিশোধের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুই বছরের কারাদণ্ড দিয়েছে স্প্যানিশ আদালত। রোনালদোর বিরুদ্ধে চারটি আর্থিক অপরাধের প্রমাণ মিলেছে, যেজন্য তাকে প্রতিটিতে ছয় মাস করে মোট দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে কর সংক্রান্ত সমস্যার কারণে এমন ঝামেলায় পড়তে হয়েছিল বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসিকে। তবে জেল খাটতে হয়নি এই আর্জেন্টাইনকে। রোনালদোকেও যে জেল খাটতে হবে না, সেটা বোঝাই যাচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ জুন) বিশ্বকাপ আসরে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর দল পর্তুগাল। তবে এই ম্যাচে মাঠে নামার আগে এমন খবর কিছুটা হলেও যে রোনালদোকে হতাশ করবে, সেটা বোঝাই যাচ্ছে। তার ওপর ফৌজদারি অপরাধের কোনো অতীত নেই রোনালদোর। তাই শর্তসাপেক্ষে কারাভোগ থেকে রেহাই পাবেন পর্তুগিজ সুপারস্টার।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন