বিজ্ঞাপন

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক: ইনু

June 18, 2018 | 4:31 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঈদের ছুটির পর সোমবার (১৮ জুন) প্রথম কর্মদিবসে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। ইনু বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার জন্য তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি শেখ মুজিব মেডিকেল কলেজ ও সিএমএইচ কোথাও চিকিৎসা নেবেন না। কেন নেবেন না এটা পরিষ্কার নয়। একজন বন্দির সুবিধামতো চিকিৎসা করানোর বিষয়টি যৌক্তিক নয়।’

জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা বলতে পারবে গণকরা, আমি গণক নই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারি প্রত্যেক গণতান্ত্রিক দলের উচিত নির্বাচনে অংশ নেওয়া। বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদের বিষয়। তবে আমি মনে করি বিএনপির দলীয় সংকট নিরসনে তাদের সামনে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই।’

বিজ্ঞাপন

ঈদে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে দাবি করে ইনু বলেন, ‘এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে। কোথাও যানজটের খবর আমরা শুনিনি। তেমন কোনো দুর্ঘটনাও ঘটেনি। এটা সরকারের অনেক বড় সফলতা। এখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ছিল। তাছাড়া এবছর আবহাওয়া অনেক ভালো ছিল। তেমন ঝড়-বৃষ্টি হয়নি। ফলে মানুষের মধ্যে ছিল স্বস্তি।’

ঈদে রেল যোগাযোগব্যবস্থাও ছিল অনেক ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রেলের ব্যাপক উন্নতি হয়েছে। আমি এজন্য রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি মানুষের দুর্ভোগ বোঝেন, নিজে তত্ত্বাবাধন করে এই যোগাযোগব্যবস্থার ব্যাপক উন্নতি করেছেন।’

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন