বিজ্ঞাপন

‘মন্ত্রীদের সহযোগিতা করেন প্রধানমন্ত্রী, আমাদের কেউ নেই’

June 19, 2018 | 5:51 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্যদের সব বিষয়ে সহযোগিতা করেন বলে ঈর্ষার কথা জানিয়েছেন বিরোধী দলীয় সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন, ‘আমরা মন্ত্রীদের যদি প্রশ্ন করি, তাহলে তাদের প্রশ্নের জবাব দিতে হয় না! প্রধানমন্ত্রী তার মোবাইলের নেট থেকে তথ্য বের করে সব মন্ত্রীদের সাহায্য করেন। কিন্তু আমাদের সাহায্য করার কেউ নেই।’

মঙ্গলবার (১৯ জুন) বিকেলে দশম জাতীয় সংসদে এক অনির্ধারিত প্রশ্নের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঈদের ছুটির শেষে গতকাল সোমবার (১৮ জুন) অধিবেশন শুরু হয়। আজ মঙ্গলবার বিকেল ৩টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ফের অধিবেশন শুরু হয়। এ সময় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অধিবেশনের সভাপতি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমার পয়েন্ট অব অর্ডার কোনো কিছু না। সংসদে বিরোধী দল সংখ্যার দিক দিয়ে তো অনেক কম। এখন আছি মাত্র ১৫ জন। আমরা কিছু প্রশ্ন তুলি। কিন্তু আমি খেয়াল করেছি, আমরা মন্ত্রীদের যদি প্রশ্ন করি, তাহলে তাদের প্রশ্নের জবাব দিতে হয় না! আমাদের প্রধানমন্ত্রী তার মোবাইলের নেট থেকে তথ্য বের করে সব মন্ত্রীদের সাহায্য করেন। আমাদের সাহায্য করার কেউ নেই।’

বিরোধী দলীয় এই সংসদ সদস্য আরো বলেন, আমাদের হেডমাস্টার যদি ক্লাসের কোনো ছাত্রকে দেখাইয়া দেয়, পড়াইয়া দেয়; তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কি কেউ ফার্স্ট হতে পারে? আমরা আসলে পারতাম। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আছেন, তিনি সব সাপ্লাই করতেছেন। মন্ত্রীরা সব জবাব দিয়ে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী না থাকলে কিন্তু মন্ত্রীরা আমাদের সাথে পারবেন না।

সারাবাংলা/এনআর/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন