বিজ্ঞাপন

হাউজিং প্রকল্পের জমি কিনতে সরকারের অনুমতি লাগবে

June 20, 2018 | 4:52 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকারের অনুমতি নিয়ে আইনগতভাবে হাউজিং প্রকল্পগুলোকে জমি কেনার উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে সরকারের নির্ধারিত সিলিং এর বাইরে জমি কেনা যাবে না।

বুধবার (২০ জুন) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন হাউজিং প্রকল্পের অভ্যন্তরীণ সরকারি জমি উদ্ধার সংক্রান্ত সভায় হাউজিং প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়।

সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারি জমি জনস্বার্থে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্ধার কাজে সহায়তা করতে হবে। জেলা প্রশাসকদের কাছ থেকে সারাদেশের হালনাগাদ খাস জমির তথ্য নিয়ে হাউজিং প্রকল্পের ভেতরে থাকা সরকারি জমির বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বান করা হবে।

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব আবদুল জলিল, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, বসুন্ধরা গ্রুপ, রূপায়ণ গ্রুপ, নাভানা রিয়াল এস্টেট, ইউনাইটেড ল্যান্ড পূর্বাচল সিটি, বিশ্বাস বিল্ডার্স-এর প্রতিনিধি, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামস আল মুজাদ্দেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন